ই-পেপার | মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে মৎস্য পোণা অবমুক্তকরণ উদ্বোধন করেন ইউএনও রোমেন শর্মা,

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি

নাইক্ষ্যংছড়িতে মৎস্য পোণা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার ( ২০ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ পুকুরে এ মৎস্য পোণা অবমুক্ত করা হয়।

 

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা।এসময় অতিথি হিসাবে ছিলেন বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল,উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মার্মা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার গুন্নু, উপজেলা মৎস্য অফিসার মাকসুদ আহমদ,কৃষি কর্মকর্তা এনামুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,মৎস্য চাষি ও গণমাধ্যমকর্মি সহ অনেকে।

এসময় অতিথিরা বিজিবি পুকুর,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পুকুর,মৎস্য চাষিদের পুকুর সহ অর্ধশতাধিক পুকুরের জন্যে মৎস্য পোণা বিতরণ করা হয়।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪