ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দীঘিনালার ইয়াবাসহ আটক ২ যুবক

শাহাদাৎ হোসেন (সোহাগ) , দীঘিনালা

 

দীঘিনালা মেরুং ইউনিয়ন বেতছড়ি এলাকায় ১২০ পিস ইয়াবাসহ দুই যুবক করেছে লংগদু থানা পুলিশ। শনিবার (১৬ সেপ্টেম্বর ) বিকাল ৪ টা ৩০ মিনিটে লংগদু থেকে ইয়াবা চালান নিয়ে দীঘিনালার উদ্দেশ্যে রওনা দেয় ইয়াবা নুর হোসেন রনি (২৭) ও মো:আজিজ ( ৩০) নামে দুই যবুক।

 

লংগদু থানার গোপন সংবাদ ভিত্তিতে ওসি মো:ইকবাল উদ্দিন এর নেতৃত্বে এস আই রফিক, এস আই আল-আমীন, এস আই ইকবাল, এস আই বাদসা বুলবুলসহ লংগদু উপজেলার আদারকছড়া ইউনিয়ন ডাংগাবাজার এলাকা থেকে ১২০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করে।

 

পুলিশ জানায়, তারা উভয় খাগড়াছড়ি, দীঘিনালা, মেরুং ইউনিয়ন এর বাসিন্দা সেখান থেকে তারা নিয়মিত ইয়াবা পাচার করে থাকেন। লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, মাদকের সঙ্গে কোনো আপস নেই মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে এবং থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪