ই-পেপার | শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মালিকানা দ্বন্দে বেতন বন্ধ গ্রিন টিভির সাংবাদিকদের!

নিজস্ব প্রতিবেদক :

 

রংধনু গ্রুপের মালিকানাধীন গ্রিন টিভিতে ৩ মাস বেতন হয়না। তবে বার্তা বিভাগের উর্ধতন কর্মকর্তা সহ ৭ জনের বেতন আলাদাভাবে পত্রিকার সাথে দিয়ে দেয় রংধনু গ্রুপ।

 

রংধনু গ্রুপের মালিকানায় প্রতিদিনের বাংলাদেশ নামে একটি পত্রিকাও রয়েছে। সেটির বেতন হয়, কিন্তু তিন মাস ধরে বকেয়া গ্রিন টিভির পাওনা। অনির্দিষ্টকালের জন্য বিনিয়োগ বন্ধ করেছে শেয়ারহোল্ডার মালিকরা।

 

জানা গেছ, গ্রিন টিভিতে কিছু কর্মী নিয়োগ দেয়া হয়েছে রংধনু গ্রুপের সুপারিশে। শেয়ার মালিকানায় থাকা পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপি বেনজির আহমেদের সুপারিশে নিয়োগ পেয়েছন সাংবাদিকদের একটি অংশ।

 

মূলত পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপির সুপারিশের লোকদের প্রতিষ্ঠান থেকে ছেঁটে ফেলতে গোটা হাউজের কয়েকমাসের বেতন আটকে রাখা হয়েছে। রংধনু গ্রুপের নিয়োগ পাওয়া ওই সাত জন নিয়মিত বেতন পান।

 

রংধনু গ্রুপের ধারণা, বেতন বকেয়া রাখলে সাংবাদিকরা একসময় গ্রিন টিভির চাকুরি ছেড়ে দিবে। জানা গেছে রংধনু গ্রুপ গ্রিন টিভির ৪০ শতাংশ মালিক। বাকি মালিকদের থেকে শতভাগ শেয়ার হাতিয়ে নেয়ার উদ্দেশ্য গ্রিন টিভিতে বেতন বকেয়া রাখা হচ্ছে।

 

মালিকানা দ্বন্দে বকেয়া না পেয়ে আর্থিক সমস্যায় পড়েছেন গ্রিন টিভির সাংবাদিকরা।সূত্র:করাপশন ইন মিডিয়া।