ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পেকুয়ায় ইয়াবাসহ টেকনাফের যুবক আটক

পেকুয়া(কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের পেকুয়ায় ৩৫০০ পিস ইয়াবাসহ টেকনাফের এক যুবককে আটক করছে থানা পুলিশ।

৫ ডিসেম্বর রাতে টৈটং এর ধনিয়াকাটা বাজারের উত্তর পাশে চেকপোস্ট চলাকলীন সময় ছৈয়দ নূর(২৯) কে ৩৫০০ পিস ইয়াবাসহ আটক করে। সে টেকনাফ উপজেলার সাবরাং ইউপির ৮ নং ওয়ার্ড দক্ষিণ নাজিরপাড়া এলাকার জাফর আলমের ছেলে।

থানা সূত্রে জানায়, ওইদিন রাতে অফিসার ইনচার্জ, মোহাম্মদ ইলিয়াছ এর নের্তৃত্বে এসআই(নিঃ) হেশাম উদ্দিন মোঃ জোনাইদ সঙ্গীয় এএসআই(নিঃ) সাইজ উদ্দিন ও ফোর্সসহ চেকপোস্ট করাকালীন পুলিশকে দেখিয়া দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে পুলিশ তাকে ধৃত করতে সক্ষম হন এবং তাহার হাতে থাকা একটি কালো রংয়ের ছোট সাউন্ডবক্স তল্লাশী করিয়া সাউন্ডবক্সের ভিতর বিশেষ কায়দায় রক্ষিত ৩৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে টেকনাফের জনৈক আবছার(৩৩), এর নিকট হইতে ইয়াবা ট্যাবলেট নিয়ে চট্টগ্রাম জেলার ফকিরনীর হাট এলাকায় পৌছে দিতে নিয়ে যাচ্ছে বলে জানায়। ধৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রহিয়াছে। তাহারা টেকনাফের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী বলে জানা যায়।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান ধৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।