ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘প্রধানমন্ত্রী যখন মনে করবেন নির্বাচনকালীন ছোট সরকার গঠন করবেন’

নিজস্ব প্রতিবেদক,সিএনএন বাংলা২৪:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মনে করবেন তখন নির্বাচনকালীন একটি ছোট সরকার গঠন করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘সংসদে প্রতিনিধিত্বকারী জনপ্রতিনিধিদের নিয়ে নির্বাচনকালীন সরকার হবে। আর সেটা কবে হবে তা ঠিক করবেন প্রধানমন্ত্রী।’

রোববার (৪ জুন) দুপুরে দুর্নীতির মামলার বিচারকাজের সঙ্গে সম্পৃক্ত বিচারকদের ১৫০তম রিফ্রেশার কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী যখন মনে করবেন তিনি একটি ছোট সরকার করতে চান, নির্বাচনকালীন সরকার করতে চান, তখন তিনি ছোট পরিসরে নির্বাচনকালীন সরকার গঠন করবেন। এই ব্যাপারে কোনো অস্পষ্টতার সুযোগ নেই।’

সংসদে প্রতিনিধিত্বকারী জনপ্রতিনিধিদের নিয়েই নির্বাচনকালীন সেই সরকার গঠন করা হবে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘সেটা কবে হবে তা ঠিক করবেন প্রধানমন্ত্রী।’

দুর্নীতি দেশের উন্নয়ন অগ্রযাত্রার সবচেয়ে বড় বাধা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, সরকার দুর্নীতিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চায়। তাই বিচারকদের দুর্নীতির বিরুদ্ধে সঠিক রায় দিতে হবে।’

আইনমন্ত্রী বলেন, ‘দুর্নীতিবাজরাও দিন দিন কৌশলী হচ্ছে। তাই বিচারকদেরও বিচক্ষণ হতে হবে। তাছাড়া মামলার জট কমাতে হবে। এসব ব্যাপারে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।’

এ সময় ডিজিটাল নিরাপত্তা আইন সেপ্টেম্বর নাগাদ সংশোধন করা হবে বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, ‘এই আইনের কিছু অপব্যবহার হয়েছে। সেটা আমরা স্বীকার করি।’

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: