ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলি, নিহত ১

আবদুল লতিফ বাচ্চু, উখিয়া :

আধিপত্য বিস্তার নিয়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একের পর এক হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। ২৯ ডিসেম্বর রোহিঙ্গা ক্যাম্প-১৫ তে এক রোহিঙ্গাকে প্রতিপক্ষ সন্ত্রাসী রোহিঙ্গারা গুলি করে হত্যা করেছে।

উখিয়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, ২৯ ডিসেম্বর বিকেল পৌনে ৫ টার দিকে ক্যাম্প ১৫ এর ব্লক ই/১১ এর আবুল হাসিমের পুত্র দিল মোহাম্মদ (২৮) ব্লক -ই/১২ এর এফডি এমএলের বাসিন্দা শফি আলমের বসতবাড়ির সামনে দিল মুহাম্মদকে একা পেয়ে প্রতিপক্ষ অস্ত্রধারী সন্ত্রাসী রোহিঙ্গারা ধাওয়া করে মারধর ও গুলি করে হত্যা করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত দিল মুহাম্মদকে উদ্ধার করে স্থানীয় এনজিও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

উখিয়া থনার অফিসার ইনচার্জ শামীম হোসেন জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।