ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভূমিহীন ও গৃহহীনমুক্ত হচ্ছে টেকনাফ উপজেলা

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ সীমান্ত উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজলা ঘোষনা বিষয়ে এক ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান এমন মন্তব্য করেছেন।

 

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ এরফানুল হক চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান, একাডেমিক সুপারভাইজার নুরুল আফসার, পল্লী উন্নয়ন কর্মকর্তা চিন্ময় বড়ুয়া মানস প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় ইউএনও মোঃ কামরুজ্জামান বলেন, ‘এই এলাকাটি সমুদ্র-নদী ও পাহাড় প্রবন এলাকা। ভাঙনের কবলে পড়ে অনেকে ভুমিহীন ও গৃনহীন হয়ে পড়েছিল। সরকার মুজিববর্ষ উপলক্ষে এসব অসহায় পরিবারকে ইতি মধ্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর দিয়েছেন। এই সীমান্ত এলাকায় আমরা ৫২৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার তালিকা চুড়ান্ত করা হয়েছে। এরই মধ্য তিন দফায় ৪৫৯ জন অসহায় পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘরে বসবাস শুরু করেছে।’

 

তিনি আরো জানান, ‘আগামী ৯ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাকি ৬৪ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর বুঝিয়ে দেওয়া হবে। এর মাধ্যমে এই উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করবেন প্রধানমন্ত্রী। তবে এর বাইরেও কেউ যদি ভূমিহীন ও গৃহহীন থেকে তাকে তাদের পর্যাক্রমে এ প্রকল্পের আত্ততাধীন নিয়ে আসা হবে। এছাড়া এই উপকূল এলাকায় বিভিন্ন দাতা সংস্থার মাধ্যমে প্রায় অসহায় প্রায় ১৮’শ পরিবারকে ঘর প্রদান করেছে সরকার।’

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪