ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইপিজেডের রুবি সিমেন্ট গেট এলাকায় দু’সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৩

নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রাম:

নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর সিমেন্ট ক্রসিংয়ের পূর্ব দিকে ‌বিমানবন্দর সড়কস্থ রুবি সিমেন্ট গেট এলাকায় দু’সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই চালক,এক যাত্রীসহ তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

রবিবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার দিকে বিমান বন্দরগামীও শহরগামী সিএনজি দুটি রুবি সিমেন্ট গেট এলাকায় ওভার টেক করার সময়ে এই দূর্ঘটনা ঘটে।

দুই চালক কে হাসপাতালে ভর্তি করা হয়েছে ও অপর যাত্রীও প্রাথমিকভাবে চিকিৎসা সেবা নিয়েছেন বলে জানিয়েছেন দায়িত্বরত পুলিশ টিম সদস্য মোঃ গোলাম রসূল।আহত এক চালকের নাম স্বপন,অপর জনের নাম পাওয়া যায় নি।

বর্তমানে সিএনজি গাড়ী দুটি থানায় আটক রয়েছে বলে ইপিজেড থানা সূত্রে জানা গেছে। আটককৃত সিএনজি দুটি হচ্ছে ‌চট্টমেট্ট থ-১২-৯৮৬৫,চট্টমেট্ট থ-১১-৬২২৮।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: