ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিকলবাহা কলেজ বাজার ব‍্যবসায়ী সমিতি নির্বাচন সম্পন্ন

কর্ণফুলী(চট্টগ্রাম)প্রতিনিধি

দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা শিকলবাহা কলেজ বাজার ব‍্যবসায়ী কল‍্যাণ সমবায় সমিতি লিঃ ত্রি-বার্ষিকী নির্বাচনে সভাপতি মুহাম্মদ ওসমান হোসেন সম্পাদক এ এম বাহা উদ্দিন নির্বাচিত হন।

উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী শিকলবাহা কলেজ বাজার ব‍্যবসায়ী কল‍্যাণ সমবায় সমিতি লিঃ নির্বাচন সোমবার(২৭ নভেম্বর) গাউছিয়া মার্কেটের দ্বিতীয় তলায়,সকাল ৯টা হতে বিরতিহীন ভাবে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৩৯ জন। নির্বাচনে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতায় অংশ গ্রহন করেন। সভাপতি প্রার্থী ৩জন, সহসভাপতি ২জন,সম্পাদক ৩জন, অর্থ সম্পাদক ৩জন, সদস্য প্রার্থী ১৪জন ভোটারদের ভোটে মাধ্যমে সভাপতি নির্বাচিত হন(চেয়ার মার্কায়) ৫৬ ভোটে মুহাম্মদ ওসমান হোসেন, প্রতিদ্বন্দ্বিত (ছাতা) ৩৩ ভোট মোঃ আবদুল হালিম,(কবতুর)২৯ভোট মোহাম্মদ ইলিয়াস। সহসভাপতি নির্বাচিত হন (মোটরসাইকেল)৬৯ ভোটে মোহাম্মদ নাছির প্রতিদ্বন্দ্বি (টেবিল) ৫০ভোট মুহাম্মদ ইউনুছ।

সম্পাদক নির্বাচিত (বই)৫১ ভোটে এ এম বাহা উদ্দিন, প্রতিদ্বন্দ্বি(প্রজাপ্রতি)৪৭ভোট মোহাম্মদ জাহাঙ্গীর আলম,(আনারস)
২০ভোট আব্দুল করিম মনজু। অর্থ সম্পাদক(হারিকেন)৪৭ভোটে আব্দুল লতিফ নির্বাচিত হন, প্রতিদ্বন্দ্বি(দেওয়াল ঘড়ি)৩৭ভোট মোহাম্মদ ইদ্রিস,(কলস)৩৬মোঃ মহসিন।

এ ছাড়া সদস্য পদে ভোটে নির্বাচিত হয়েছেন ৮ জন। এরা হলেন- মোহাম্মদ হারুন(বল)মোহাম্মদ মহিউদ্দিন(মিনার)মোঃ শফিকুল ইসলাম মানিক(উড়োজাহাজ)মোঃ টিপু(মোরগ)মোহাম্মদ ইদ্রিস(আম)মোহাম্মদ মহিউদ্দিন(বাইসাইকেল)মোহাম্মদ ইউসুফ(হাতী)শুকদেব নাথ(হাঁস)প্রতীক নিয়ে নির্বাচিত হন।

 

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রাসেল চৌধুরী জানিয়েছেন- সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে এ নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল থেকে বিকাল পর্যন্ত সমিতির ব্যবসায়িগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে সার্বিক সহযোগিতায় ছিলেন- নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ তৈয়ব,নুর হামিদ ও উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা এবং কর্ণফুলী থানা(সিএমপি)পুলিশ সদস্য বৃন্দ।

নির্বাচিত সভাপতি মুহাম্মদ ওসমান হোসেন এদিকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করায় উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রাসেল,কর্ণফুলী থানা পুলিশ এবং সমিতির সকল সদস্যদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।