ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে হরতাল-অবরোধের প্রতিবাদে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি

সালেহ আহমদ স’লিপক, সিলেট:

বিএনপি-জামাতের দেশবিরোধী অপতৎপরতা ও অবরোধের প্রতিবাদে মৌলভীবাজার শহরের চৌমুহনী এলাকায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে দ্বিতীয় দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রতিবাদে চৌমুহনী এলাকায় অবস্থান নেন আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। জেলা আওয়ামী লীগ সভাপতি ও মৌলভীবাজার- রাজনগর-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান, জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রেজাউর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক সহ নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।

 

এসময় বক্তারা বলেন, আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে বিএনপি’র নেতাকর্মীরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ইতিমধ্যে তারা সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। বিএনপি নেতাকর্মীদের কোন ষড়যন্ত্র করতে দেয়া হবে না। যেখানে ষড়যন্ত্র হবে সেখানেই প্রতিবাদ করা হবে। আওয়ামী লীগ রাজপথে আছে রাজপথে থাকবে। এ সময় বক্তারা বিএনপির সহিংসা ও নাশকতা প্রতিরোধে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

এসময় অন্যান্যদের মধ্যে সকাল থেকে শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন, অপূর্ব কান্তি ধর, আকিল আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রহিম সিআইপি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোহিত টুট, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, অজয় সেন, জেলা তাঁতী লীগ সভাপতি আলী হায়দার ও জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আক্তারুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার (ভিপি সোয়েব), পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু,জেলা যুবলীগ সহ-সভাপতি এডভোকেট গৌছ উদ্দিন নিক্সন, মবশ্বির আহমদ, মুজিবুর রহমান, মহিউদ্দিন চৌধুরী ফাহিম, শেখ রুমেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমেশ দাশ যীশু, হাসান মোহাম্মদ ওয়াহিদ সৈকত, আবদুল আজিজ, জেলা শ্রমিক লীগ সভাপতি আসাদ হোসেন মক্কু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হকসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতী লীগ প্রমুখ।

সিএনএন বাংলা২৪