ই-পেপার | শনিবার , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈদগাঁওতে বন্যহাতির মৃত্যু নিয়ে ধুম্রজাল

সেলিম উদ্দীন, ঈদগাঁও :

 

কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ঈদগাঁও উপজেলার ভোমরিয়াঘোনা-মধ্যম শিয়াপাড়া মধ্যবর্তী এলাকায় ৪০ বছর বয়সী এক মা হাতির মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।

 

অভিযোগ উঠেছে, বিদুতের ফাঁদে জড়িয়ে হাতিটি মারা গেছে। অভিযোগ সত্য নয় দাবি করে খাদ্যের অভাবে মা হাতিটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁন।

 

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে হাতিটির মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরিপূর্বক বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। একই দিন ময়নাতদন্ত শেষে হাতিটির মরদেহ মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

 

জানা গেছে, খাদ্যের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে দলছুট মা হাতিটি। এ সময় বিদ্যুতের ফাঁদে জড়িয়ে, নাকি অসুস্থ হয়ে হাতিটি মারা গেছে তা রহস্যজনক। স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। পরে বন বিভাগের উর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

কক্সবাজার উত্তর বন বিভাগের ভোমরিয়াঘোনার রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খান জানান, ৪০-৪২ বছর বয়সী মা হাতির মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভেটেরিনারি সার্জন নিয়ে ময়না তদন্ত করা হয়। পূঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে হাতিটির শরীরে কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি। অধিকতর তদন্তের জন্য ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জনকে ডেকে আনা হয়। তদন্তের স্বার্থে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।

 

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, মা হাতিটি বয়সের ভারে প্রায় ন্যুজ। ধারণা করা হচ্ছে, খাদ্যের অভাবে মারা গেছে। ময়নাতদন্ত রিপোর্টে হত্যার কোনো আলামত পাওয়া গেলে তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।