ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈদগাঁওতে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড ও সিলগালা

সেলিম উদ্দীন, ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁও বাজারে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম চালানোর দায়ে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড এবং অন্য একটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়েছে।

 

২৫ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে এ ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে নেতৃত্ব দেন ঈদগাঁও উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া।

 

অভিযানে পপুলার ল্যাবকে ২০ হাজার টাকা এবং আল-মদিনা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকাসহ মোট চল্লিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া কম্বাইন্ড মেডিকেল ডক্টরস চেম্বার অপর একটি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে সিলগালা করে দেয়া হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাদিয়া আফরোজ ও স্যানিটারী ইন্সপেক্টর জহর লাল পাল।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪