ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নতুন পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রীকে সিইউজের অভিনন্দন

চট্টগ্রাম ব্যুরো

 

চট্টগ্রাম: বন্দরনগরী চট্টগ্রামের কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নবনির্বাচিত সংসদ সদস্য ড. হাছান মাহমুদকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে।

 

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিপরিষদের শপথ গ্রহণের পর তাদের অভিনন্দন জানান সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া থেকে নৌকা প্রতীকে ড. হাছান মাহমুদ এবং চট্টগ্রাম-৯ কোতোয়ালী আসন থেকে মহিবুল হাসান চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হন।

 

ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রী হিসেবে গত পাঁচ বছর সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

 

অন্যদিকে চট্টলবীর সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা উপমন্ত্রী হিসেবে সফলতার স্বাক্ষর রেখেছেন। পঞ্চমবারের মতো নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আবারও চট্টগ্রামের এই দুই কৃতী রাজনীতিকের প্রতি আস্থা রাখায় কৃতজ্ঞতা জানিয়েছে সিইউজে।

বিগত পনেরো বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে বিশ্ব দরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সরকারের এই উন্নয়ন যাত্রায় চট্টগ্রামের দুই কৃতি সন্তান ড. হাছান মাহমুদ ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল অনন্য ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা সিইউজে নেতৃবৃন্দের।