ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে বহুতল ভবনে আগুন, নামতে গিয়ে শিশুসহ আহত ৬

সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ডে পৌরসদরে সৈয়দপুর টাওয়ারের ৫ম তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় ভবন থেকে নামতে গিয়ে শিশুসহ ৬ জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আবুল হাসেম (৪৮), রুমা আক্তার (৩৮), মমিতা আফরোজ (২৬), আব্দুল্লাহ বিজয় (৯), রহমান বিনয় (২) ও খালেদা বেগম (৫৫)।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সীতাকুণ্ড পৌরসদরের কলেজ রোডে অবস্থিত সৈয়দপুর টাওয়ারের ৫ তলার ৫০৫ নং ফ্লাটে গতকাল দুপুরে আগুন লাগে।

খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার স্টেশনের ২টি ইউনিট স্বল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ওই ফ্লাটের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে তাড়াহুড়া করে ৫ তলা থেকে নামতে গিয়ে ৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।