নিজস্ব প্রতিবেদক ,ঢাকা:
বিএনপি ও সমমনা কয়েকটি দলের একদফা দাবিতে ষষ্ঠ দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে ১৪৮টিসহ সারা দেশে ৪৩২টি টহল দল মোতায়েন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছেন। যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তায় দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গুরুত্বপূর্ণ ও পণ্যবাহী পরিবহন টহলের মাধ্যমে এস্কর্ট (সুরক্ষা প্রহরা) দিয়ে নিরাপদে গন্তব্যস্থলে র্যাব পৌঁছে দিচ্ছে বলেও জানান খন্দকার মঈন।