ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রামুকে মাদকমুক্ত করতে অভিযান জরুরী, আইন শৃঙ্খলা সভায়-কাজল

নুর মোহাম্মদ:

রামু উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফার সভাপতিত্বে বুধবার (২৬ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল।

 

 

আইন শৃঙ্খলা কমিটির সভায় আরো বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালা উদ্দিন, সহকারী কমিশনার (ভুমি) নিরুপম মজুমদার, রামু থানা অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত (ওসি) আনোয়ারুল হোসাইন, রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, সাংবাদিক আমীর হোসাইন হেলালী, নুরুল ইসলাম সেলিম, নীতিশ বড়ুয়া।

 

আরো উপস্থিত ছিলেন ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূটৃো, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, গর্জনিয়া পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল, চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, উপজেলা কৃষি অফিসার তানজিলা রহমান, উম্মে সুরাইয়া আমিন, আনসার ভিডিপি অফিসার আরজিনা আকতার, সমাজ সেবা নুরুল আলমসহ আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

 

সভায় প্রধান অতিথি সোহেল সরওয়ার কাজল, বলেন রামু উপজেলার আইন শৃঙ্খলা খুবই ভালো, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন ভাবেই আইন শৃঙ্খলার অবনতি ঘটতে না পারে সেই দিকে নজর রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানান।

 

মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে মোবাইল কোর্ট পরিচালনা করে রামু উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে কাজ করার আহবান জানান।