ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রোনালদো গোল না পেলেও পর্তুগালের দশে ১০

ক্রীড়া ডেস্ক :

আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ জুড়ে আধিপত্য করল পর্তুগাল। জালের দেখা পেলেন ব্রুনো ফের্নান্দেস ও রিকার্দো হোর্তা। শতভাগ জয় নিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই শেষ করল পর্তুগিজরা। ঘরের মাঠে গতকাল ‘জে’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জিতেছে রবের্তো মার্তিনেসের দল। আগামী বছর জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোর মূল পর্বের টিকেট তিন ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত করে পর্তুগাল। বাছাইয়ে ১০ ম্যাচের সবগুলোই জিতল তারা।

গত তিন ম্যাচে জালের দেখা পাওয়া দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এ দিন বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। বাছাইয়ে তিনি করেছেন ১০ গোল। ম্যাচজুড়ে দাপট দেখানো পর্তুগাল শুরু থেকেই আক্রমণের পসরা মেলে ধরে। বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে তারা। পরে ৩৭তম মিনিটে চমৎকার গোলে ডেডলক ভাঙেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ফের্নান্দেস।

 

দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রেখে খেলতে থাকে পর্তুগাল। ৬৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হোর্তা। একেবারে শেষ দিকে সফরকারীদের একটি প্রচেষ্টা পোস্টে লাগায় ব্যবধান কমেনি।