ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের পিতা গ্রেপ্তার

ক্রিড়া প্রতিবেদক:

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের বাবাকে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ। পরিবেশগত অপরাধের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের বরাত দিয়ে ডেইলি মেইলসহ বেশ কয়েকটি মাধ্যমে খবর ছাপা হয়েছে।

এএফপি ও রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ব্রাজিলের রিও ডি জেনিরোর দক্ষিণ উপকূল মানগারাতিবায় নেইমারের মালিকানাধীন একটি প্রকল্পে নতুন অবকাঠামো নির্মাণ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

 

স্থানীয় সরকার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিলাসবহুল প্রকল্পটিতে বেশ কয়েকটি নিয়ম লঙ্ঘন করা হয়েছে। যার মধ্যে আছে পানি চলাচলের পথ বদলে দেওয়া, অনুমতি ছাড়া নদীর পানি ব্যবহার, সৈকত থেকে বালু তোলা এবং পাথর উত্তোলন।

এসব অভিযোগে মানগারাতিবা সিটি হল এবং সিভিল পুলিশ একযোগে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে তারকা ফুটবলার নেইমারের বাবাকে। যদিও ৫ মিলিয়ন ব্রাজিলিও রিয়েল জরিমানার কিছুক্ষণের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, নেইমার ১০ হাজার বর্গমিটারের জায়গাটি কেনেন ২০১৬ সালে। এতে হেলিপ্যাড, স্পা ও জিম আছে।

 

এইচ এম কাদের.সিএনএন বাংলা২৪