ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে কৃষি বিপণন অধিদপ্তর মহাপরিচালকের মতবিনিময় সভা

সালেহ আহমদ স’লিপক, সিলেট :

কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ মাসুদ করিম এর মৌলভীবাজার জেলায় আগমন উপলক্ষ্যে কৃষি ব্যবসায়ী ও কৃষি উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার জেলা কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ে জেলা কৃষি বিপণন অধিদপ্তর এর আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

জেলা প্রশাসন মৌলভীবাজার এর উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ মাসুদ করিম।অনুষ্ঠানে অতিথিবৃন্দ হিসেবে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।