ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদকের চালান নিয়ে বাঁশখালী রুটে দুই যুবক গ্রেপ্তার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী

গোপন সংবাদে খবর পেয়ে চৌকি তল্লাশি চালিয়ে বাঁশখালী থানা পুলিশ সাড়ে পাঁচ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে।

 

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার সময় বাঁশখালী-পেকুয়া আঞ্চলিক সড়কের পুঁইছড়ি প্রেমবাজার হতে দক্ষিণে ফুটখালী ব্রীজের পাশে মেসার্স জান্নাত এগ্রো ফার্মের সামনে পাকা রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- কুমিল্লা জেলার মুরাদনগর থানার মো. ইকবাল হোসেন (৪০) ও কক্সবাজার জেলার টেকনাফ থানার মো. ইউসুফ (২৩)।

 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, গোপন সংবাদে অভিযান পরিচালনা করে সাড়ে পাঁচ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের একটি টিম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুপূর্বক আদালতে সোপার্দ করা হয়।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট