ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

পটিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা

আবদুল হাকিম রানা, পটিয়া :

 

চট্টগ্রামের পটিয়া উপজেলার মুন্সেফ বাজারে গরুর মাংসের দোকান, মুরগির দোকান, ফলের দোকান, ডিমের দোকান, বেকারি-কুলিং কর্ণার, ফার্মেসী, মাছের বাজারে অভিযান চালানো হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসন এতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন অনিয়মের জন্য ওষুধের দোকানসহ বিভিন্ন দোকানে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল মামুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সব্যসাচী নাথ, উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, পৌরসভার প্যানেল মেয়র -১ রুপক কুমার সেন, জেলা সহকারী তথ্য অফিসার উজ্জল শীল, প্রসিকিউটর হিসেবে ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক শাহে ইমরন প্রমুখ।

 

এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট