ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজারে বঙ্গবন্ধুর জেষ্ঠ্যপুত্র শেখ কামালের ৭৪তম জন্মদিন পালিত

শওকত আলম:

কক্সবাজার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কক্সবাজার সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদ্য সাবেক জেলা সদস্য সচিব এড.একরামুল হুদার সভাপতিত্বে , বঙ্গবন্ধু’র জেষ্ঠ্যপুত্র, বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিনে আলোচনা সভা, দোয়া মাহফিল, ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচী শনিবার, ৫ আগস্ট পালিত হয়েছে।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক রহিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন, হেদায়েত উল্লাহ বাবুল, হেলাল উদ্দিন, রবিউল ইসলাম, হেলাল সিকদার প্রমুখ।

দোয়া মাহফিল পরিচালনা করেন, কক্সবাজার জেলা ওলামা লীগের সভাপতি নুরুল আলম সরকার।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল, ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪