ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

সালেহ আহমদ স’লিপক, সিলেট:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার।

এছাড়াও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।