ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইজিবাইকসহ দুইজন মাদক কারবারী আটক

নিজস্ব প্রতিবেদক :

দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। তারা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার উত্তর নাজিরপাড়ার মৃত আজিমুদ্দিন এর পুত্র মো: কেফায়েতুল্লাহ (২৯) ও ‍সুধাপাড়ার সৈয়দ হোসেন এর পুত্র মো: জুবায়ের (৩৪)। এ সময় ৯শ ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি ইজিবাইক জব্দ করা হয়েছে। র‌্যাব-১৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (১৭ জুলাই) এসব তথ্য জানা গেছে।

 

র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে (১৬ জুলাই) টেকনাফ পৌরসভার ৬নং ওয়ার্ডের কলেজ রোডস্থ কুলাল পাড়া রাস্তায় অবস্থান করছে।

 

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে একটি ব্যাটারী চালিত ইজিবাইক থেকে নেমে পালানো চেষ্টাকালে দুইজনকে আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে ধৃত ব্যক্তিদের দেহ ও ইজিবাইক তল্লাশী করে ৯শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ইজি বাইকটি জব্দ করে।

ধৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত ইয়াবাসহ মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করার কথা স্বীকার করেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪: