ই-পেপার | সোমবার , ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইটভাটায় অভিযান ৪ লক্ষ টাকা জরিমানা

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ‍্যংছড়ি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৪ ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে সোনাইছড়ি ইউনিয়নের এ এস, বি, ইট ভাটা ও ঘুমধুম ইউনিয়নের আমতলী বি এস বি ইটভাটায় ৪ লক্ষ টাকা জরিমানা করেন।

 

তারা পাহাড় কেটে ও বালু উত্তোলন করে আইন ভঙ্গ করেছেন। নাইক্ষ‌্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা বলেন, উপজেলার বিভিন্ন স্থানে বেআইনিভাবে গড়া উঠা প্রতিটি ইট ভাটার বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান চলছে। এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

 

অভিযানে উপস্থিত ছিলেন,বান্দরবান পরিবেশ অধিদপ্তরের নির্বাহী পরিচালক মোহাম্মদ ফখরুল উদ্দিন,নাইক্ষ্যংছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক শাহ আলমসহ আনসার সদস্যবৃন্দ।