ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে চোরাই মোবাইলসহ ছিনতাইকারী আটক

চট্টগ্রাম ব্যুরো:

সিএমপির পৃথক অভিযানে চট্টগ্রাম নগরীর বন্দর ও ইপিজেড থানা এলাকা থেকে ছিনতাইকারী আটক করা হয়েছে।

সিএমপির চট্টগ্রাম দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১৭ জুলাই মোঃ রায়হান নামের এক যুবক সল্টগোলা ক্রসিং মোড়ে পৌঁছালে সেখানে মোবাইলে কথা বলা অবস্থায় এক ছিনতাইকারী বাসের জানালা দিয়ে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

 

ভুক্তভোগী দ্রুত সল্টগোলা পুলিশ বক্সে বিষয়টি অবহিত করলে তৎক্ষণাৎ বন্দর থানার অফিসার ইনচার্জের নির্দেশনা মোতাবেক এসআই আব্দুল্লাহ আল নোমানসহ পুলিশ ফোর্স অভিযান পরিচালনা করে বাদীর শনাক্ত মতে ঘটনার মূল হোতা অভিযুক্ত মোঃ জুয়েলকে বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর লোহারপুল, ফজল আমিন কোম্পানির বিল্ডিংয়ের নিচতলা থেকে আটক ওই ছিনতাইকারীকে আটক ও মোবাইল সেট উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে আটককৃত ছিনতাইকারীর বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪