ই-পেপার | শনিবার , ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজার সদরে আগুনে ৬ দোকান পুড়ে ছাই

শওকত আলম, কক্সবাজার:

কক্সবাজার সদর উপজেলার পিএম খালী ইউনিয়নের চেরাংঘাটা স্টেশনে রেস্টুরেন্টের চুলা থেকে আগুনের সূত্রপাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বিকেল ৫ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ৬ টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।

কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সিকদার জানান, চেরাংঘাটা স্টেশনের একটি রেস্টুরেন্টে চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।

 

মূহুর্তেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় মোহাম্মদ রাসেলসহ লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে কক্সবাজার থেকে দমকল বাহিনী পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৬ টি দোকান ঘর পুড়ে যায়।

এই অগ্নিকাণ্ডে ফার্নিচার ব্যবসায়ী দিদারের আনুমানিক ৩০ লক্ষ টাকার ফার্নিচার পুড়ে যায় এবং আনুমানিক ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তিনি দাবি করেছেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪