ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূলে ৬.২ মাত্রার ভূমিকম্প

সিএনএনবাংলা২৪:ডেস্ক

নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। এএফপি

নিউজিল্যান্ডের জিওনেট পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৩ কিলোমিটার (২১ মাইল) নিচে।

তবে তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করা হয়নি। এ ঘটনায় সর্বশেষ নিউজিল্যান্ডের মূল ভূখণ্ডে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নিকটতম শহর ইনভারকারগিলের সিটি কাউন্সিলের এক কর্মকর্তা বলেন, ভূমিকম্প অনুভূত হওয়ার বা অবকাঠামোর ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি

 

এইচ এম কাদের,সিএনএন বালা২৪