ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা জ্যামাইকার

আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে জ্যামাইকা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী কামিনা জনসন স্মিথ মঙ্গলবার এক বিবৃতিতে এমন ঘোষণা দেন।

জ্যামাইকা জাতিসংঘের ১৪২তম সদস্য হিসেবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে অবস্থান নিল।

বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘস্থায়ী সংঘাতের সমাধান, ইসরায়েলের নিরাপত্তার নিশ্চয়তা এবং ফিলিস্তিনিদের মর্যাদা ও অধিকার সমুন্নত রাখার একমাত্র কার্যকর বিকল্প হিসেবে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে জ্যামাইকা।

তিনি আরও বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে জ্যামাইকা একটি শান্তিপূর্ণ সমাধানের দিকে নিজের সমর্থন শক্তিশালী করল।

জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের উপ-স্থায়ী পর্যবেক্ষক মাজেদ বামিয়া এক্স হ্যান্ডলে জ্যামাইকার বিবৃতিটি তুলে ধরেন।

জ্যামাইকার ঘোষণার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের উপ-পররাষ্ট্রমন্ত্রী আমাল জাদু এক্স হ্যান্ডলে লেখেন, শান্তি, ন্যায়বিচার এবং আমাদের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ।

এর আগে, জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পাওয়ার অনুরোধে যুক্তরাষ্ট্র ভেটো দেয়। গত বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত প্রস্তাবের ওপর ভোট হয়।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ১২টি দেশ পক্ষে ভোট দেয়। যুক্তরাষ্ট্র বিপক্ষে ভোট দেয়। যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড ভোট দেওয়া থেকে বিরত থাকে।