ই-পেপার | শনিবার , ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে তুচ্ছ ঘটনায় মারামারিতে দোকানদারের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,সিএনএন বাংলা২৪:

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন চরপাড়া গোল্ডেন বিচ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দুজনের মারিমারিতে মোঃ আলমগীর (৫০) নামে এক পান-সিগরেট বিক্রেতার মৃত্যু হয়েছে। পতেঙ্গা মডেল থানা সূত্রে এটি জানা গেছে।

নিহত ব্যক্তি চরপাড়াস্থ ডাঃ ফিরোজের বাড়ির পাশের আব্দুস সালামের ভাড়া বাসায় থাকতেন। তাঁর পৈত্রিক বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার সফরভাটা গ্রামে । নিহত আলমগীর পেশায় ছিলেন একজন পান-সিগারেট বিক্রেতা।

 

সিএনএন বাংলা২৪কে বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসাইন। তিনি জানান এক ভাতের দোকানির সঙ্গে আলমগীরের ঝগড়া হয়। একপর্যায়ে দু’জনের মারামারি হয়। এতে আলমগীর জ্ঞান হারিয়ে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।