সেলিম উদ্দীন,ঈদগাঁও:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার গোমাতলী সড়কের ইজিবাইক লাইন থেকে প্রকাশ্যে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ সভা করা হয়েছে। গত রবিবার রাতে বাজারের বাঁশঘটায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।জানা গেছে , উপজেলার ঈদগাঁও কবি নুরুল হুদা সড়কের ( ঈদগাঁও টু গোমাতলী) ইজিবাইক লাইন থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র বিভিন্ন অজুহাতে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এই চক্রটি লাইনে ভর্তি,থানা পুলিশ , ট্রাফিক পুলিশেরর নামে,টুকেন বানিজ্যসহ বিভিন্ন অজুহাতে প্রতিনিয়ত চাঁদাবাজি করে যাচ্ছে। কেউ টাকা দিতে দেরী করলে তাদেরকে মারধরেরও অভিযোগ অহরহ। ভুক্তভোগী ইজিবাইক চালকরা চাঁদা দিতে গিয়ে দৈনন্দিন উপার্জনের টাকা শেষ হয়ে যাচ্ছে।
প্রতিবাদ সভায় ইজিবাইক চালক মোহাম্মদ সেলিম, আবছার, হারুন আনোয়ার হোসেন হামিদ,জাফর, মোঃ করিমসহ অনেকে বক্তব্য রাখেন।এসময় শ্রমিকরা বলেন, জনৈক রুবেল-শাহজানের নেতৃত্বে চলছে এ চাঁদাবাজি। এরা ঈদগাঁও থানা পুলিশেরসহ বিভিন্ন অজুহাতে টাকা হাতিয়ে নিচ্ছে এবং টাকা দিতে দেরী করলে অত্যচার নির্যাতন শুরু করে।অভিযুক্ত রুবেলের সাথে কথা হলে সে নিয়ম অনুযায়ী লাইন পরিচালনা করে যাচ্ছে এবং অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।প্রতিবাদ সভায় শতাধিক ইজিবাইক চালক- শ্রমিকসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন এবং চাঁদাবাজি বন্ধে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।