ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রামুতে রাতের আঁধারে বৌদ্ধবিহারে আগুন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

 

কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহারে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে রামু উপজেলা সদরের চেরাংঘাটা এলাকায় রাখাইন সম্প্রদায়ের উসাইচেন (বড় ক্যাং) বৌদ্ধ বিহারের সিঁড়িতে এই আগুন দেয়া হয়। আগুনে কাঠের তৈরি সিঁড়ি সম্পূর্ণ পুড়ে যায়।

 

এলাকাবাসী ও রামু দমকল বাহিনীর চেষ্ঠায় বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায় কাঠের তৈরি দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীতে নির্মিত প্রায় দেড়শ বছরের প্রাচীন ওই বৌদ্ধ বিহারটি। তবে এটি নাশকতা বা অন্য কোনো কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

বৌদ্ধ বিহারটির সাবেক সভাপতি অংথুইমং জানান, শুক্রবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে বিহারে আগুন লেগেছে বলে জানান ভান্তে (বিহার অধ্যক্ষ)। বিহারের পাশেই আমার বাড়ি। সাথে সাথে বিহারে গিয়ে আগুন নেভাতে চেষ্টা করি। প্রতিবেশীরাও এগিয়ে আসায় আগুন নেভাতে সক্ষম হই। খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসে। ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

 

রামুর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইউনুছ জানান, রাত ২টা ৬ মিনিটে মাস্ক পরা এক লোক পশ্চিম পাশের দেয়াল ডিঙিয়ে বিহারে প্রবেশ করতে দেখা গেছে। এই লোকটাই বিহারে আগুন দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

আগুনের সূত্রপাতের পর রাত থেকে বিজিবি, পুলিশ, র‍্যাব মন্দিরের নিরাপত্তা জোরদার করেছে। ইতিমধ্যে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।