ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত

মোঃ আমিনউল্লাহ টিপু, চন্দনাইশ :

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে গাছবাড়িয়া সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘শেখ রাসেল দিবস’ পালন করা হয়।

 

শেখ রাসেল জাতীয় দিবসের এবারের মূল প্রতিপাদ্য হচ্ছে, “শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়”। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে ঘাতকেরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল।

 

তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। গাছবাড়িয়া সরকারি কলেজে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও আনন্দ রালি আয়োজন করা হয়।
মোঃ হাসান সরওয়ারের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রফেসর রনজিৎ কুমার দত্ত।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. সুব্রত বরণ বড়ুয়া। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম বাবু, যুগ্ন আহ্বায়ক আরিফ হোসেন যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন
ইমরান হোসেন সাঈদ, আমিনুল হক, বিজয়, ভাবলু, নোমান, তৌহিদ প্রমুখ।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪