ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

সালেহ আহমদ (স’লিপক), সিলেট:

মৌলভীবাজার সদর উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরের রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, মুগ ও বোরো (হাইব্রিড ও উফশী) ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৬৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৭টি ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

 

রবিবার (৫ নভেম্বর) মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইলিয়াস আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার এস.এম. নাগিব মাহফুজ।

 

অনুষ্ঠানে সদর উপজেলা দপ্তরের সকল উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী প্রায় ৩০০ জন কৃষক/কৃষাণী উপস্থিত ছিলেন।উল্লেখ্য, প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে এক বিঘা জমি আবাদের জন্য প্রয়োজনীয় পরিমাণ বীজ, ডিএপি ও এমওপি সার দেওয়া হবে।

সিএনএন বাংলা২৪