ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

টেকনাফে ছুরিকাঘাতে যুবক হত্যা

শাহ্‌ মুহাম্মদ রুবেল:

টেকনাফের হ্নীলায় ছুরিকাঘাতে সালমান (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি হ্নীলা ইউনিয়নের নাটমুরাপাড়া গ্রামের হাফেজ আব্দুল খালেকের ছেলে।

বুধবার রাত সাড়ে ১০টার সময় হ্নীলা নাটমুড়াপাড়া এলাকায় একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

 

নিহতের চাচাতো ভাই আতিক বলেন, রাতে পান খাওয়ার জন্য দোকানে যান সালমান। জাফর নামে একজন মাতাল অবস্থায় এসে সালমানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। একপর্যায়ে কথা কাটাকাটি হলে ধারালো ছুরি দিয়ে সালমানের গলা ও শরীরে আঘাত করে। ঘটনাস্থল থেকে সালমানকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

 

এ ঘটনায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীকে আটকের জন্য পুলিশ কাজ করছে।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪