ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রামুর মিঠাছড়িতে পানিতে ডুবে এক মৃগী রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির উমখালী বিলে মাছ ধরতে গিয়ে ছৈয়দ করিম (২৩) নামের এক মৃগী রোগীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগষ্ট) দুপুর ১টার দিকে এঘটনাটি ঘটে। ছৈয়দ করিম মধ্যম উমখালী কাজীর পাড়া এলাকার ওয়াজেদ আলীর পুত্র। তিনি দুটি পুত্র সন্তানের জনক।

এলাকাবাসী জানায়, জাল দিয়ে মাছ ধরতে গিয়ে মধ্যম উমখালী বিলে মৃগী রোগে আক্রান্ত ছৈয়দ করিম পানিতে পড়ে যায়।

অপর এক জেলে মাছ ধরার জন্য বিলে গেলে ডুবন্ত অবস্থায় তাকে দেখে সনাক্ত করেন। পরে খবর পেয়ে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।

বৃহস্পতিবার মাগরিবের পর দক্ষিণ মিঠাছড়ির পশ্চিম উমখালী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামায অনুষ্ঠিত হয়েছে।

মাওলানা ছৈয়দ আহমদের ইমামতিতে অনুষ্ঠিত জানাজায় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণীর শোকাহত জনসাধারণ অংশগ্রহন করেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪