ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেটের বিভাগীয় কমিশনার বদলি

সিএনএনবাংলা ডেস্ক :

এবার সিলেটের বিভাগীয় কমিশনারকে বদলি করল সরকার। রবিবার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, সরকারি কর্মচারী হাসপাতালের পরিচালক আবু আহমদ ছিদ্দিকীকে সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

 

সিলেটের বিভাগীয় কমিশনার ড. মো. মোশাররফ হোসেনকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে। এই নিয়ে গত ১৫ দিনে চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও বরিশালের বিভাগীয় কমিশনার পরিবর্তন করল সরকার। পাশাপাশি পাঁচটি বিভাগে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও ৩০ জেলার ডিসি পদেও পরিবর্তন আনে সরকার।