ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে ৪৫ হাজার ছাগল-ভেড়াকে বিনামূল্যে টিকা দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর

শিব্বির আহমদ রানা, বাঁশখালী :

 

ছাগল-ভেড়ার মারাত্মক সংক্রামক রোগ পিপিআরমুক্ত দেশ গড়তে প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে বিনামূল্যে ছাগল-ভেড়াকে ১ম ডোজ পিপিআর টিকা প্রদান করা হবে। চট্টগ্রামের বাঁশখালীতে ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৪৫টি টিম শনিবার (৩০ সেপ্টেম্বর) থেকে একযোগে এ টিকাদান কার্যক্রম শুরু করেছে।

 

৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১০ দিনব্যাপী বাঁশখালী উপজেলার প্রায় ৪৫ হাজার ছাগল-ভেড়াকে বিনামূল্যে এ টিকা প্রদান করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সুপন নন্দী।

 

তিনি বলেন, উপজেলার প্রতি ওয়ার্ডে ১টি করে টিকা প্রদান টিম সূচি অনুযায়ী কাজ করছে। ছাগল-ভেড়াকে নিকটস্থ পয়েন্টে নিয়ে বিনামূল্যে ১ ডোজ পিপিআর টিকা নিশ্চিত করতে হবে খামারীদের। বাঁশখালীর নির্ধারিত টিকাদান কেন্দ্রে ৪৫টি টিম একসাথে কাজ করছে। শনিবার থেকে শুরু হওয়া ১০ দিনব্যাপি এ কর্মসূচি অব্যাহত থাকবে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪