ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেটের সিলামে তিন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতাকে সংবর্ধনা

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম শাহী ঈদগাহ পরিচালনা কমিটির উদ্যোগে তিন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতাকে সংবর্ধনা দেয়া হয়েছে।

 

সোমবার (২৬ ফেব্রুয়ারী) রাতে সিলাম শেখ পাড়ায় যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মোঃ সোহাগ মিয়া, মোঃ দিলওয়ার হোসেন ও মোঃ শেহনাজ মিয়ার স্বদেশ আগমন উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সিলাম শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মুদাব্বির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহীনুল কবিরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটি নেতা মোঃ সোহাগ মিয়া, মোঃ দিলওয়ার হোসেন ও মোঃ শেহনাজ মিয়ার পক্ষ থেকে সিলাম শাহী ঈদগাহের অসম্পূর্ণ ফ্লোরের কাজ সম্পন্ন করার জন্য ১ লক্ষ টাকা অনুদান প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

 

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলাম শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সহ-সভাপতি হাজী তাজরুল ইসলাম তাজুল, সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরন, কার্যনির্বাহী সদস্য শাহ্ আব্দুল মান্নান, হাজী বাহার উদ্দিন, সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, মোঃ সাদিক মিয়া প্রমুখ।

 

এসময় সিলাম শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ সহ সিলামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।