ই-পেপার | সোমবার , ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কর্মমুখী-বাস্তব শিক্ষোন্নয়নে এগিয়ে আসতে হবে: ওমর হাজ্জাজ

চট্টগ্রাম অফিস :

চট্টগ্রাম নগরীর উত্তর পতেঙ্গায় আদর্শ শিক্ষক ফোরামের মেধাবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চিটাগাং চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ। এসময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী প্রজন্মকে গড়ে তুলতে কর্মমুখী-বাস্তব শিক্ষোন্নয়নে এগিয়ে আসতে হবে। মা’দের কে শিশুর মেধা বিকাশে সহায়ক ভূমিকা রাখার আহ্বান জানান।

 

৩ নভেম্বর, শুক্রবার সকালে কাঠগড় কে-স্কার ২ হলে আদর্শ শিক্ষক ফোরাম চট্রগ্রাম আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কাউন্সিলর হাজী ছালেহ আহমদ চৌধুরী, বিশেষ অতিথি মহিলা কাউন্সিলর মিসেস শাহানুর বেগম , আইডিয়াল স্কুলের সভাপতি মোঃ আলী আকবর, কেয়ার মহাসচিব ও শিক্ষাবিদ অধ্যক্ষ এম নজরুল ইসলাম খান, সংগঠনের সহ-সভাপতি ও সানমুন আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মল্লিক ।

 

আদর্শ শিক্ষক ফোরামের সভাপতি অধ্যক্ষ এস এম দিদারুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক মোঃ আল আমিনের সঞ্চালনায় মেধাবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠক মোঃ নেতার মিয়া আজিজ, স্থানীয় ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক সাংবাদিক‌ মু‌হাম্মদ বাবুল হোসেন বাবলা, শিক্ষীকা সাদিয়া ইসলাম , শিক্ষক স্বপন মিয়া , শিক্ষক মো: মহসিন জুয়েল, শিক্ষক মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।