ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

আবদুল হাকিম রানা, পটিয়া :

 

চট্রগ্রামের পটিয়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে নানা কর্মসূচি শুরু হয়েছে। শনিবার সকালে পটিয়া থানা থেকে শোভাযাত্রার মাধ্যমে দিবসটি শুরু হয়।

 

পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি প্রতিপাদ্য বিষয় নিয়ে শুরু হওয়া শোভাযাত্রা শেষে কর্ণফূলী কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার,স্বাগত বক্তব্য রাখেন পটিয়া সার্কেলএর অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ বক্তব্য রাখেন পৌর মেয়র আইয়ুব বাবুল, সাবেক মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, জেলা পরিষদ সদস্য কমিউনিটি পুলিশিং পটিয়া সাধারণ সম্পাদক দেবব্রত দাশ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, প্যানেল মেয়র ইন্জিনিয়ার রুপক সেন, প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, ফরিদুল আলম, পৌর কাউন্সিলর শফিউল আলম, গিয়াস উদ্দিন আজাদ, চেয়ারম্যান আমিনুল ইসলাম টিপু, আবদুর রাজ্জাক মেম্বার শওকত আকবর মাহফুজল হক হাফেজ রিংকি দেব প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওসি তদন্ত সাইফুল ইসলাম। এতে বক্তারা বলেন, পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি প্রত্যয়ে পুলিশ বাহিনী এগিয়ে যাচ্ছে। কমিউনিটি পুলিশিং একটি সংগঠনভিত্তিক দর্শন যা জনগণকে সম্পৃক্ত করে জনগণ ও পুলিশের অংশীদারিত্বের ভিত্তিতে সমাজ ও দেশকে অপরাধমুক্ত করতে নিরলস ভূমিকা রেখে আসছে । এটি একটি গণমুখী, প্রতিরোধমূলক সমস্যা সমাধানমূলক পুলিশি ব্যবস্থা।

 

কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে স্কুল/কলেজের ছাত্র-ছাত্রীদেরকে পুলিশের কাজে সহযোগিতা, অপরাধ বিরোধী সচেতনতা তৈরি, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ দমন, সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী ও শিশু নির্যাতন,  যৌতুক নিরোধ, মোবাইল ফোনের অপব্যবহার, সামাজিক মূল্যবোধ বৃদ্ধি ইত্যাদি সম্পর্কে গঠন মূলক ভূমিকা পালন করতে পারে।তারা জনগণের আস্থা বিশ্বাস অর্জনের পাশপাশি অংশীদারিত্ব মূলক পুলিশী ব্যবস্থা নিশ্চিত করার জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

 

সিএনএন বাংলা২৪