ই-পেপার | রবিবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রংপুর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইল সদর উপজেলার বেতর (তারাবাড়ি) এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৪টা ৫৭ মিনিটে এ ঘটনা ঘটে।

 

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোরে বেতর এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। বগিটি যাত্রীদের মালামাল বহনকারী ছিল। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেন ঢাকা থেকে রওয়ানা দিয়েছে।