ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হারিয়ে যাওয়া মালামাল ৩ ঘন্টায় উদ্ধার করলো পুলিশ

হোসেন বাবলা, চট্টগ্রাম :

চট্টগ্রাম নগরীর ইপিজেড -পতেঙ্গা এলাকার কর্ণেল মাহবুব মোর্শেদ, সিও-১২ ফিল্ট আর্টিলারি, রামু ক্যান্টনমেন্ট, তার স্ত্রী রুমানা রাশেদ রিমি, মেয়ে ও চাচা পতেঙ্গা থানাধীন ঈশা খাঁ নেভি একাডেমি থেকে সিএনজি চালিত অটোরিক্সা যোগে কক্সবাজার যাওয়ার জন্য রওনা হয়ে ২২ অক্টোবর দুপুর সোয়া একটায় চান্দগাঁও থানার মোড়ে স্বাধীন ট্রাভেলস বাস কাউন্টারে যান।

ভুক্তভোগী রুমানা রাশেদ রিমি ভুলবশত তার সাথে থাকা দু’টি ব্যাগ সিএনজিতে রেখে নেমে যান এবং সিএনজি অটোরিক্সার ড্রাইভার ভাড়া নিয়ে চলে যায়। পরবর্তীতে তিনি তার ব্যাগ দু’টি খোঁজাখুজি করে না পেয়ে চান্দগাঁও থানায় গিয়ে বিষয়টি জানান।

 

তাৎক্ষণিক চান্দগাঁও থানার এসআই আলী বিন কাসিম ঘটনাস্থলের আশপাশে সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে সিএনজি অটোরিক্সাটিকে শনাক্ত করেন এবং সিএমপি’র ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপ এর সহায়তায় সিএনজি অটোরিক্সার মালিক ও ড্রাইভারের নাম সংগ্রহ করে হারিয়ে যাওয়া ব্যাগ দু’টি উদ্ধার করে তার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন থানার কর্তব্যরত ডিউটি অফিসার।

 

সিএনএনবাংলা২৪