ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে একই পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীতে একই পুকুরে ডুবে ওয়াজিফা বেগম (৫) ও মারিয়া আক্তার (৫) নামে জোড়া শিশুকন্যার মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার শীলকূপ ইউনিয়নের মাইজপাড়া এলাকায়।

 

শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার শীলকুপের মাইজপাড়া ৬ নম্বর ওয়ার্ড এলাকার মাবিয়া বাপের বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মারা যাওয়া শিশু ওয়াজিফা বেগম ওই এলাকার আবু ছালেকের কন্যা। অপর শিশু মারিয়া আক্তার একই এলাকার রিয়াজ উদ্দিনের কন্যা। জানা যায়, ওই দুই শিশু একসাথে খেলাধূলা করে। তারা দু’জনই খেলার সাথী।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য রাশেদ নুরী বলেন, আজ সকাল ১১টার দিকে বাড়ীর পাশে খেলতে গিয়ে সবার অগৌচরে পুকুরে পড়ে যায় তারা। দুপুর ১২টার দিকে হঠাৎ পুকুরে চোখ পড়তেই মারিয়ার লাশ পুকুরে ভাসতে দেখে তার মা। পরে তাকে উদ্ধার করতে গিয়ে একই পুকুরে খোঁজ মিলে ওয়াজিফাকে।

 

পরে দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।