ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বলাৎকারের দায়ে দোকানির যাবজ্জীবন

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রামে শিশুকে বলাৎকারের দায়ে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭- এর বিচারক ফেরদৌস আরা। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

সোমবার দুপুরে (২৪ জুলাই) আদালত এই রায় ঘোষণা করেন বলে জানান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আরিফুল আলম।

দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ জামাল দক্ষিণ পতেঙ্গা এলাকার সফর আলী বাড়ির ছালেহ নুরের ছেলে। তিনি ওই এলাকায় মুদি দোকান করতেন।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের নভেম্বরে নগরের দক্ষিণ পতেঙ্গা এলাকায় চিপস ও টাকার লোভ দেখিয়ে নিজের দোকানে ১১ বছরের ওই শিশুকে বলাৎকার করেন জামাল। এ ঘটনায় তার অভিভাবক থানায় মামলা করেন। মামলায় রাষ্ট্রপক্ষ চিকিৎসকসহ ৬ জনের সাক্ষ্য উপস্থাপন করেন।