ই-পেপার | শনিবার , ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে পিএমকে’র উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ

মোঃআমিন উল্লাহ টিপু চন্দনাইশ (চট্টগ্রাম) 

চট্টগ্রাম দক্ষিণ জেলায় সাম্প্রতিককালে ভয়াবহ বন্যায় মানুষের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বিশেষ করে চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া এ তিন উপজেলায় বন্যার প্রভাবে মানুষের ঘর-বাড়ি সহায়-সম্পদ এমনকি জান-মালের ক্ষতি হয়েছে। এই ক্ষতিতে বিভিন্ন ব্যক্তি বিশেষ নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়িঁয়ে মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন তার মধ্যে পল্লী মঙ্গল কর্মসূচি- পিএমকে বুধবার চন্দনাইশ শাখায় ৯৫ জন পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী প্রদান করেন। খাদ্য সামগ্রী পেয়ে দূঃসময়ে মানুষ অত্যন্ত খুশি।পিএমকে নিজ উদ্যোগে চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া উপজেলায় ৩৩২৮ পরিবারের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত আছে বলে জানিয়েছে।

প্রোগ্রাম ম্যানেজার মোঃ মোমিনুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা এনজিও সমন্বয়কারী মোঃ নুরুল হক, সহকারী প্রোগ্রাম ম্যানেজার হুমায়ুন কবির, শাখা ব্যবস্থাপক মোঃ শাহাদাৎ হোসেন,আইটি অফিসার এনামুল হক,পটিয়া শাখার বিএম আয়ুবুর রহমান, কোতোয়ালি শাখা ব্যবস্থাপক কবির হোসেন, শাখা হিসাব রক্ষক নুসরাত খানম, ফিল্ড অফিসার সোহেল রানা, ফিল্ড অফিসার নন্দলাল, ফিল্ড অফিসার মাহমুদুল হাসান, ফিল্ড অফিসার মাহমুদুল হক।

 

প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম বলেন- মানুষ মানুষের জন্য। দূ:সময়ে মানবিক কারণে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে পল্লী মঙ্গল সংস্থার মতো আরও বিভিন্ন সংস্থা দূ্ুর্যোগ মুহুর্তে এসে দাঁড়ানোর আহবান জানান।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪