ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটি বন্দর -ইপিজেড পতেঙ্গা জোনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন চলছে

হোসেন বাবলা,চট্রগ্রাম ব্যুরো:

১২০ জন সদস্য ভোটারের মধ্যে ১১টি পদে সরাসরি ভোটে নির্বাচিত হবেন ৫জন, বাকি ৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সভাপতি পদে ডাঃ শফিউল বাসার,যুগ্ন সম্পাদক পদে ডা:শামসুজ্জামান, দপ্তরে ডা: ফারজানা সহ আরো ৩ জন।

প্রধান নির্বাচন কমিশনার ডা: কে এম শহীদ, উপদেষ্টা সদস্য ডা এম এ কাশেম জানিয়েছেন সকাল থেকে দুপুর ২টায় পর্যন্ত ভোট গ্রহণ শেষে ফলাফল লিখিত ভাবে জানিয়ে দিব।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ডা এইচ এম এমরান, আঃ খালেক, সাংগঠনিক সম্পাদকে ডা,আহসান হাবীব, ডাঃ মোঃ আলী জাফর, অর্থ সম্পাদকে ডা,কাউসার আহমেদ,ডা আঃ রহিম এবং সহ-সভাপতি পদে শামীম সিকদার ও মাওঃ মোঃ আমির হোসেন প্রতিদ্বন্দ্বিতায় করছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কে এম শহীদ।

এই নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থীর এজেন্ট ও সর্মথকরা উপস্থিত ছিলেন