ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে প্রবারণা আনন্দ উৎসব অনুষ্ঠিত

জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি :

নাইক্ষ্যংছড়ি উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে রোববাব সকাল সাড়ে ১১টা থেকে চলে দিনব্যাপী আনন্দ আয়োজন।
বৌদ্ধ ধর্মাবলম্বী জনগোষ্ঠীর প্রবারণাখং পূর্নিমাকে কেন্দ্র করে আয়োজিত এই উৎসবে শতাধিক দুস্থ, অসহায় পরিবার চাল, ডাল, তেল, চিনিসহ প্রায় ২৫ টি নিত্য প্রয়োজনীয় জিনিস মাত্র ১৪ টাকার টোকেন মানিতে কেনার সুযোগ পায়। পাশাপাশি ছিল থামিন, লুঙ্গীসহ বাচ্চাদের বিভিন্ন কাপড়। এছাড়া খাবারের ব্যবস্থাওছিলো।

 

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যানন্দের কর্মকতা ও স্বেচ্ছাসেবক।