এসএম জুবাইর, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়া উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন করা হয়েছে। ২ জুলাই বেলা ১২ টার দিকে টইটং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ আইডিএ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জেলা নির্বাচন অফিসার এসএম শাহাদাত হোসেন, পেকুয়া থানার অফিসার্স ইনচার্জ ওমর হায়দার, পেকুয়া উপজেলা নির্বাচন অফিসার রেজাউল করিম, উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম, তোফাজ্জল করিম প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন টইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় টৈটং ইউনিয়ন পরিষদের ১ ও ২ নংওয়ার্ডের বাসিন্দাদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।পরবর্তীতে প্রতিটি ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪