ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খাগড়াছড়ি জেলা বিএনপি’র পদযাত্রা কর্মসূচি পালিত

আলমগীর হোসেন, খাগড়াছড়ি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকার পতনের এক দফা দাবি ও বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি।

১৯ আগস্ট (শনিবার) দুপুরে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে নেতাকর্মীদের অংশগ্রহণে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে আদালত সড়কে সমাবেশ করে।

সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এক দফা দাবি আদায়ের মাধ্যমে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার অঙ্গীকার করেন।
এ সময় তিনি বলেন, নিশি রাতের এ সরকার দেশে-বিদেশে এখন বন্ধুহীন হয়ে পড়েছে। এ সরকারের সময় ফুরিয়ে এসেছে। সরকার এখন পালানোর পথ খুঁজছে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সিনিয়র সহসভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ সভাপতি আবু ইউসুফ চৌধুরী, মংসুইথোয়াই চৌধুরী, যুগ্ম সম্পাদক এড. মালেক মিন্টু, মোশাররফ হোসেন প্রমূখ।

 

এইচ এম কাদের.সিএনএন বাংলা২৪